আমার শ্রাবণ মেঘের খেয়াতরী. ..



বৃষ্টি নিয়ে গেয়েছিলাম  


মেঘের অন্য নামের কাছে


আকাশে যে অয়নকথা 



 সে এক মেঘের আনাগোনায়




আজ হারালো মেঘের পাশে।






মেঘের পারে,  বারে বারে



একাই আসি ফিরে ফিরে




এই শ্রাবণেই হারিয়েছিলাম




এক আড়াল ভাঙা মুখের কাছে




মুক্তিপণের ডুবে ডুবি 




সেই  সাঁঝের এক উদাসবাতি  



আর বৃষ্টি হঠাৎ ভাসিয়ে দিল  



উপল তলে, উপল তলে





এবার বৃষ্টি আমায় ঝাপসা দেবেই




চোখের জলে,  চোখের জলে.... 



আমার শ্রাবণ মেঘের খেয়াতরী
বজ্রযানী চোখের তলে।  

Comments