আজও পাখিরা কথা কয় আকাশে


এই ঘুম না এসে বেলা যায়।  সারাটা সময়
মাথার ভিতর পাখিরা নানা কথা কয়।
এই ঘুম না আসা না জানি কোন এক রোগ
বা উপসর্গ! হতে পারে। তবু এই বসে থাকার ঝোঁক 
এই ভালো লাগে। পাখিরা আসে আমার ছাদের 'পর
খেতে দিই। কীই বা দেব! ভোরের শাদা চাঁদ মাথার উপর
ভারি একা। শাদা ভাত, বাদাম, খুঁদ, কখনো হাতরুটি
পরম আদরে খায় পাখি। কাঠবেড়ালি ভাল খায় পাউরুটি। 
কাক, চড়ুই, শালিক, ময়না, দোয়েল, ফিঙেরা আনমনা। 
পায়রার জুটি, স্বামী-স্ত্রী ঘুঘু। আর দুটি প্রেমের খঞ্জনা।


কেউ ভাত খায়,  কেউ খুঁদ, রুটি, আর টুনটুনি 
খালি পোকা খুঁজে পায়। 
দিনে রাতে ওরা কথা বলে। ওদের কথা শুনি।
এই নিয়ে আছি। খাওয়া সেরে ফিরে যায় আকাশে
আমি একা বসে থাকি। ওরা কথা বলে যায়।
কথা ভেজে অনন্ত প্রশ্নহীন শ্রাবণী তরল বাতাসে।

 

Comments