'কে তরী বাহি আসিবে গাহি'
এইত সূর্য ঠান্ডা টিনে মাঝখানে বৈষ্ণব বাড়ি
ঠিক রাস্তা পার হল প্রায় বাহান্ন বছর।
অজান্তেই হাফআখড়াই শিখিয়েছিল নাম কীর্তন
অন্ধ করে রেখে দিল 'হাঃ কৃষ্ণ' বাকি ইহকাল
এইখানে প্রসাদ পায় অন্ন, বাৎসরিক নবান্ন, চাদর
মাপা পা মাটি পেলে, চলে যায় ঠিক একটা জীবন
মাধুকরী চিরকাল ভাল মন্দ দুই-ই
ঝোলা ভর্তি সেই মানুষটার মাঝে মধ্যে টান
আকাশে বন্ধু চিল, অবুঝ বউ ছেলে আজও
মাসি! ভারি মিষ্টি গলায় কেন বিরহ স্রেফ গাও!
দোকানে, বাজারে। স্নেহ ভরে ।
কাকভোরে স্নান। যাত্রা, আহ্নিক, বেশ রসকলি।
এইবার ক্ষণিকের অতিথি শুনবেন - 'কে তরী বাহি
আসিবে গাহি' দোকানে ভোরাই - অতুল প্রসাদী
'এইত গোপাল, দাও আমায় চা দাও গোপাল আমার'
- শেমিজ আর দুটো থান - দশ হাত বহর
Comments
Post a Comment