আমার প্রিয় নজরুল সঙ্গীত




আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই
ওই পাহাড়ের ঝর্ণা আমি উধাও হয়ে বই গো
উধাও হয়ে বই পাহাড় ঘুমায় ওই...
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই...
চিতা বাঘ মিতা আমার গোখরো খেলার সাথি 
সাপের ঝাঁপি বুকে করে সুখে কাটাই রাতি 
ঘূর্ণি হাওয়ার উর্নি ধরে নাচি তাথই থই
নাচি তাথই থই
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই...





Comments

Popular Posts