কথা কয় রে দেখা দেয় না


কথা কয় রে দেখা দেয় না
নড়ে চড়ে হাতের কাছে
খুঁজলে জনমভর মেলে না।
খুঁজি তারে আসমান জমিন
আমারে চিনি না আমি,
একি বিষম ভ্রমের ভ্রমি
আমি কোন্‌ জন, সে কোন্‌ জনা।
কে কথা কয় রে দেখা দেয় না
...
হাতের কাছে হয় না খবর,
কি দেখতে যাও দিল্লির শহর!
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
সদাই মনের ঘোর গেল না।।



Comments

Popular Posts