এখনও সময় হয়নি মোবাইলে




এখনও সময় হয়নি মোবাইলে আত্মকথন রচনা বোধহয়
রচিত হয়ে যায় কারও – সে ছিল নিতান্তই প্রেম তবু অসহায়।
এইমাত্র জানা গেল সেই প্রেম চলে গেছে টাওয়ারটি ছেড়ে
অপরাধী করেছিল তাকে লাইন টেনে কোনও এক ভোরে।
তার ছোট বাড়ি সরিয়ে দোকানদোকান সরিয়ে মনিহারী
সবকিছু ঘড়ি মেনেসবকিছু হচ্ছিল বেশ মা বাবা বড় দিদি
যেমনটা দেখা যায় লাইন মেপেট্রেনে চেপে আসে দরকারি
আর ছিল সখা-বন্ধুবন্ধু-সখা - খালি খালি বন্ধুর বাড়ি যায়
একি বিপাকে পড়েছে ভাই ওর! ছেলে তোমার
হা! কপাল ছি! ছি! মোবাইলে মোবাইলে বারতা দৌড়ায়।


এখন কল লিস্টে পড়ে আছে শুধু ট্রেনের একখানা লাইন
মানিব্যাগব্যাগ ভর্তি পেন্সিলখাতা। খাতা ভর্তি লাইন,
কানে শোনা গানের দড়িগিঁট পাকিয়েছে অদ্ভুত জড়তায়
খালি বড় পুকুর জানে মিসড কল আসবেনা আদরের চিন্তায়
এক কানদুই কানদোকান বাড়ি ভর্তি কত কত লোকজন
শুধু কেউ ছিলনা তারতার সখা ছিল একজন
সেও অভিমানীজানালনা এমনই একা একা আত্মকথা
লিখে রাখে তীব্র ব্যর্থতা দোকানে দোকানে ঘোরে মনিহারী
আর কোনদিন মোবাইল রেলগেট পেরোবে না  তাড়াতাড়ি।

Comments

Popular Posts