পরকীয়া
১
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার হস্তে জুঁই ফুলমালা আমার স্কন্ধে ঝুলিয়া
পড়ো গো রাধিকে, মধুর হইবে ব্যাপক চন্দ্রিমা
উন্মুখ আমি তব ঝুঁটি পানে ভাল খোকা শুধু বলে মা
সূর্য বড়ই কড়া জীবনের, ফাটে চাদিয়াল পাতা ঝরা
একবার শোন এপেল ভুলিয়া প্লীজ কিছু কর মা তারা
মধুমালতী হইব, রাত্রি লুটাইব লিখিব তোমার কবিতা
বসিয়া আছি লাস্ট সীটে দেখ, সেভিংস যাকিছু তোমারি তা
আহ্লাদী রাধেআমি পরকীয়া, পদাবলি লিখিব দুইজনে
চাঁদর পাতিব, মশারী গুজিব দাম্পত্তের নির্জনে
ছুটির দুপুরে জ্বালাইব না প্রিয়ে, শব্দ ঢেঁকুর তুলিব না
লাটাই হস্তে উড়াইও মোরে, কোন রিমঝিম দেখিব না
মামী, একটু দেখিও বাসের পিছনে, জাগিয়া উঠুক স্ক্যান্ডাল
নাই যদি কর চলিয়া যাইব তোমাদের বাড়ি বেন্ডেলে।
=====
২
এইত এখন দেখছি দোকানের বাইরে চিকেন মোমো
খেয়ে আবার দেখলাম এই একটু আগে এটাসেটা উশখুশ
করে আসছ নীলকণ্ঠ পাখিটি সেজে ঘুরঘুর এখানে ওখানে
আবার রাস্তার ধারে নাইটি কিনলে দিলখুস আমার মনখুশ
কি যে ছাই তাকিয়েছিলে আমার দিকে যাতা সেই প্রথম
বিদ্ধ করে কি পেলে বল বীভৎস পরকীয়া দৃষ্টিবাণে
ভাবি যা ক্ষয়ক্ষতি হওয়ার হোক না হয় কিছু ছাই
আবার ঝাপিয়ে পড়ব খুব বেশি কলজে নেই প্রাণে
জানোই তো ছাপোষা ওষুধই বিক্রি করি রাতদিন
তোমার হাবির সঙ্গেই ঘুরি মাসান্তে একবার মাল খাই
কতদিন ফিরে ফিরে আসবে ঘুমে জল খাব গলা কাঠ
আবার তাকাচ্ছ স্বপ্নে একইভাবে মাইরি কোথায় যে পালাই
Comments
Post a Comment