আমি জ্বালব না... পূজা ৩৪৮


" ...
আমার    সকল হৃদয় উধাও হবে তারার মাঝে
যেখানে ওই আঁধারবীণায় আলো বাজে।
আমার    সকল দিনের পথ খোঁজা এই হল সারা,
এখন    দিক্-বিদিকের শেষে এসে দিশাহারা
          কিসের আশায় বসে আছি অভয় মানি॥"



Comments