অতঃ মেট্রোকথন
আদম কহিলেন, প্রিয়ে, আকুলি বিকুলি, শোকে
ঝর, ঝর, ঝড় বহিবে এমতি,
যেমতি আইলা, আইলা মূঢ়মতি বিদ্যানে অজ্ঞানে
ডরাইতে এক ক্রৌঞ্চবধূরে এই ধরায়
কিল, চর, লাথি, স্টেশনে কি ঝ্যাঁটা পাওয়া যায়?
ঈভে, কহি শুন, কেহ লিখিবে,
'... As one great Furnace flam'd,
yet from those flames
No light, but rather darkness visible ...'
ঝর, ঝর, ঝড় বহিবে এমতি,
যেমতি আইলা, আইলা মূঢ়মতি বিদ্যানে অজ্ঞানে
ডরাইতে এক ক্রৌঞ্চবধূরে এই ধরায়
কিল, চর, লাথি, স্টেশনে কি ঝ্যাঁটা পাওয়া যায়?
ঈভে, কহি শুন, কেহ লিখিবে,
'... As one great Furnace flam'd,
yet from those flames
No light, but rather darkness visible ...'
ক্রৌঞ্চ রত্নাকর দ্বারা মৃতকল্প পাইবে
তথাপি আমাদিগের সন্তান-সন্ততি সবে
বাল্মীকি ভ্রমে সেই রত্নাকরে রত্ন করে পুজে
সুখে নিদ্রা যায়! হায়, তুহুমমপ্রাণহেবাদী
আমাদিগের প্রিয় ক্রৌঞ্চদম্পতিগণ চিরকাল
রুধিরে হারায়। সর্প ডরে, আপেল ডরে,
পারিজাত হারাইয়া ক্রৌঞ্চালাপী
ইডেনের মাঠে, কিংবা পাতাল শকটে
অপর সন্ততি দ্বারা গরলে লুটায়।
কী আর কহিব প্রিয়ে!
শুনিবে, বাতুল ঐশ্বর্য লোভে
অধরপুস্তক বা খবরপুস্তকে কত রত্নাকর
জ্ঞানবৃক্ষ মর্কট শোভে। বাল্মীকি বেশ বেশ ভেকধারী
পূতিগন্ধময় আতর বিলাইবে।
ঈভে দেখিবে,
দেহহীন, মনহীন, ভালবাসার অরি
সভাস্থলে, মেলাস্টলে, উদ্যানে,
ডাস্টবিনে, কেবিনে, প্রেমময় অবলা সন্ততির সিনে
ইডেনের মাঠে কিংবা পাতাল শকটে
প্রেমহীন হিংসা দ্বেষ নিজ হতাশা ঝাড়িবে।
তথাপি আমাদিগের সন্তান-সন্ততি সবে
বাল্মীকি ভ্রমে সেই রত্নাকরে রত্ন করে পুজে
সুখে নিদ্রা যায়! হায়, তুহুমমপ্রাণহেবাদী
আমাদিগের প্রিয় ক্রৌঞ্চদম্পতিগণ চিরকাল
রুধিরে হারায়। সর্প ডরে, আপেল ডরে,
পারিজাত হারাইয়া ক্রৌঞ্চালাপী
ইডেনের মাঠে, কিংবা পাতাল শকটে
অপর সন্ততি দ্বারা গরলে লুটায়।
কী আর কহিব প্রিয়ে!
শুনিবে, বাতুল ঐশ্বর্য লোভে
অধরপুস্তক বা খবরপুস্তকে কত রত্নাকর
জ্ঞানবৃক্ষ মর্কট শোভে। বাল্মীকি বেশ বেশ ভেকধারী
পূতিগন্ধময় আতর বিলাইবে।
ঈভে দেখিবে,
দেহহীন, মনহীন, ভালবাসার অরি
সভাস্থলে, মেলাস্টলে, উদ্যানে,
ডাস্টবিনে, কেবিনে, প্রেমময় অবলা সন্ততির সিনে
ইডেনের মাঠে কিংবা পাতাল শকটে
প্রেমহীন হিংসা দ্বেষ নিজ হতাশা ঝাড়িবে।
Comments
Post a Comment