জয় পরাজয়
তবু কোন সে দেবতাকে খুঁজতে চলেছে
মেলা প্রাঙ্গণে
প্রমত্ত যূথবদ্ধ কী সমারোহ ঘুরে আসে ধেয়ে!
কাব্যিক যে নান্দনিক কবিবর মহন্ত সেজেগুজে
বঙ্কিম উল্লাসে
এখানে শুধুই জয়
আর অনুকবি-ভক্ষণ দারুণ তেজ জয়খানি কাড়ে
হতভাগ্য ট্রামলাইন তার কি দোষ ছিল!
বিক্রী হয় কুড়ি টাকা সবার আড়ালে
থাক,
কবিশ্রেষ্ঠ দর্শন হবে লাইন লাগালে
Comments
Post a Comment